অপু বিশ্বাস চা শ্রমিক

অপু বিশ্বাস চা শ্রমিক

প্রায় বছর খানেক পর শুটিং ফ্লোরে ফিরলেন অপু বিশ্বাস। শুক্রবার থেকে করছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। ছবিটি সরকারি অনুদান পেয়েছে চলতি বছর।

এখানে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু। শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুটিং শুরুর পরপরই অন্তর্জালে প্রকাশ হয় অভিনেত্রীর ছবি। সেখানে দেখা যায়, সাজ পোশাকে গ্রামীণ ছাপ আর চেহারায় আনা হয়েছে শ্যামলা ভাব।

আগেই অপু বলেছিলেন, “গল্পটা সুন্দর। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনো আমাকে দেখেনি।”

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।

গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র।

ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি হিসেবে অপু ১০ কেজি ওজন কমিয়েছেন। এ প্রসঙ্গে বলেন, “দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানো যুদ্ধ শুরু করি।”

‘ছায়াবৃক্ষ’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নীরব হোসাইন। আরও অভিনয় করবেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ।

রাঙ্গুনিয়ার কোদালা চা–বাগানে ছবির শুটিং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

শাকিব খানকে বিয়ে, সন্তান ও বিচ্ছেদ নিয়ে কয়েক বছর আগে বেশ আলোচনায় আসেন অপু বিশ্বাস। এর পর দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছাড়া আর কোনো ছবি আসেনি তার হাতে। করোনা পরিস্থিতির উন্নতি হলে সিনেমাটি মুক্তি পেতে পারে।


ভোরের আলো/ভিঅ/০৭/২০২০